ভারত বিকাশ পরিষদের উত্তর শিলচর শাখার যাত্রা শুরু

বরাক তরঙ্গ, ৩০ জুন : সমাজের সাধারণ মানুষের কল্যাণের উদ্দেশ্যে  শিলচরে আত্মপ্রকাশ করলো ভারত বিকাশ পরিষদের আরোও একটি শাখা। রবিবার রংপুর ড. বিসি রায় মেমোরিয়াল অ্যাকাডেমি স্কুলে সভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলে যাত্রা শুরু হয় উত্তর শিলচর শাখার।

এদিন দুপুর ১২ টায় প্রদীপ প্রজ্জ্বলন, ভারত মাতা এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ অর্পণ ও বন্দেমাতরম সঙ্গীতের মধ্য দিয়ে সভার সূচনা করা হয়। প্রান্তিয় কমিটির আহ্বায়ক শিখা  দের পৌরহিত্যে অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ প্রদান করেন পরিষদের উত্তর-পূর্বের সংম্পর্ক সম্পাদক বিশ্বজ্যোতি দে। ভারত বিকাশ পরিষদ সেবা, সংস্কার, ভিত্তিক, অরাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন। পরিষদ দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং অখণ্ডতার বোধ প্রচার করে মানব প্রচেষ্টার সমস্ত ক্ষেত্রে – সাংস্কৃতিক, সামাজিক, অ্যাকাডেমিক, নৈতিক, জাতীয় এবং আধ্যাত্মিক দেশের উন্নয়ন এবং বৃদ্ধির জন্য নিবেদিত বলে তিনি তাঁর স্বাগত ভাষণে উল্লেখ করেন।

ভারত বিকাশ পরিষদের উত্তর শিলচর শাখার যাত্রা শুরু

বক্তব্য রাখতে গিয়ে পরিষদের মূল উদ্দেশ্য সম্পর্ক, সহযোগ, সংস্কার, সেবা এবং সমর্পণ নিয়ে বিস্তারিত তোলে ধরেন উত্তর পূর্ব ক্ষেত্র সংযুক্ত মহাসচিব প্রফেসর অনুপ কুমার দে। উত্তর পূর্বাঞ্চলের সাধারন সম্পাদক ড. জগদিন্ধু দে তাঁর বক্তব্যে নতুন শাখার ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক নানা দিক তুলে ধরেন। নতুন শাখার শুভকামনা করে সাধারণ মানুষের পাশে সংস্থার সকল সদস্যদের কাছে আহ্বান রাখেন তিনি। বিভিন্নভাবে  মানুষের পাশে থেকে কীভাবে সামাজিক উন্নতি করা যায় তার বিশদ ভাবে ব্যাখ্যা করেন তিনি। ভারত বিকাশ পরিষদের বর্তমান এবং আগামী দিনের নানা প্রসঙ্গ আলোচনা করেন তিনি। 

সভায় সাংগঠনিক বিষয়াদি ও তার উন্নতিকল্পে বিভিন্ন পথনির্দেশনা নিয়ে বিস্তৃত আলোচনা করেন উত্তর শিলচর শাখার অ্যাডহক কমিটি গঠন করে বীরেন্দ্র কুমার দাসকে সভাপতি, ড. নিতু দেবনাথকে সম্পাদক এবং ড. দেবাশীষ পুরকায়স্থকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়। সভায় বক্তব্য রাখেন দক্ষিণ শিলচর শাখার সভাপতি ড. কিংশুক অধিকারী,  রিজওয়নেল সেক্রেটারি, সেবা, প্রদীপ বণিক, শিলচর শাখার প্রাক্তন সভাপতি অসিত দত্ত, উপস্থিত থেকে নতুন শাখাকে অভিনন্দন জ্ঞাপন করেন শিলচর শাখার সভাপতি জ্যোতির্ময় দত্ত। সভায় উপস্থিত ছিলেন বরাক উপত্যকার বেশ কয়েকটি শাখার সদস্যরা। সভার কাজ সুন্দর ভাবে সঞ্চালনা করেন দক্ষিণ শিলচর শাখার সম্পাদিকা ড. দর্শনা পাটোয়া।  জাতীয় সঙ্গীতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, বরাক উপত্যকার তিন জেলায়   ভারত বিকাশ পরিষদের মোট ৭টি শাখা সেবা ও সংস্কার মূলক কাজ চালিয়ে যাচ্ছে।

Author

Spread the News