সোনাবাড়িঘাটে ফাইনালে উত্তর কৃষ্ণপুর

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টম্বর : সোনাবাড়িঘাটে নিউ ইয়ংস্টার ক্লাব ও ভিডিপির আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের প্রথম দল হিসেবে স্থান করে নিল সুয়েল এফসি উত্তর কৃষ্ণপুর। ফেরিঘাট সংলগ্ন মাঠে মঙ্গলবার প্রথম সেমিফাইনাল ম্যাচে লোকনাথপুর ইয়ং স্টার ক্লাবের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে টাইব্রেকারে ফাইনালে পৌঁছে উত্তর কৃষ্ণপুর। এক রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করলেন দর্শকরা। দু’দলের খেলোয়াড়রা বার কয়েক আক্রমণ করলেও গোলের খাতা খুলতে পারেনি কেউই। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র থাকে।

সোনাবাড়িঘাটে ফাইনালে উত্তর কৃষ্ণপুর

খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন উত্তর কৃষ্ণপুরের গোলরক্ষক শান। তাঁর হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন বিশিষ্ট নাগরিক আলম মজুমদার, সমাজকর্মী জাবেদ চৌধুরী ও খেলা পরিচালন কমিটির সভাপতি আবজল মজুমদার। এ দিন ম্যাচ পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, কামরুজ্জামান লস্কর ও আবু আব্বাস। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নর্থ হাওয়াইথাং মারিয়া এফসি বনাম দক্ষিণ কৃষ্ণপুর টিটু এফসি। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর। এ দিন ম্যাচ শুরু হওয়ার আগে রাজ্যের কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের অকাল প্রয়াণে এক মিনিটি নিরবতা পালন করে তাঁর আত্মার সদ্গতি কামনা করা হয়।

Spread the News
error: Content is protected !!