নর্থ হাওয়াইতাঙে সেমিতে শেওড়ারতল এফসি
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : নর্থ হাওয়াইতাঙে ময়ীনুল হক চৌধুরী মেমোরিয়াল ট্রফির নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের তৃতীয় দল হিসবে স্থান করে নিল শেওড়ারতল এফসি। শুক্রবার তারা ৩-১ গোলে হারা হারায় ভাগা এফসি-কে। ১১ মিনিটের মধ্যে ম্যাচ প্রায় পকেটে নিয়ে যায় শেওড়াতল। প্রথম গোল করেন ফেলিস মার (৬ মিনিট)। দুই মিনিটের মধ্যে গোলের সংখ্যা বাড়িয়ে দেন রোহিত কর এবং ১১ মিনিটে গোল করেন মামাজয়াল । প্রথমার্ধ্ব শেষ হয় ৩-০ গোলে। দ্বিতীয়ার্ধ্বে গোল করার প্রয়োজন আর মনে করেনি শেওড়াতল। তবে ৫০ মিনিটে গোলের ব্যবধান কমাতে সক্ষম হন ভাগা এফসি দলের রামলিয়ানা।
আজকের খেলার ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পান মামাজয়াল। তাঁর হাতে ট্রফি তুলে দেন লায়লাপুর পল্লী উন্নয়ন ক্লাবের সভাপতি আমির হোসেন ও সমাজকর্মী হোসেন আহমেদ। আগামীকাল শনিবার খেলা বন্ধ থাকবে। এ দিন খেলা পরিচালনা করেন কমরুজ্জামান লস্কর, সেলিম উদ্দিন, প্রবীণ বর্মণ ও বুলবুল লস্কর। আগামীকাল কোন খেলা নেই। রবিবার শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নাজিয়া এন্টারপ্রাইজ ও আন্ডার ফিফটিন নর্থ হওয়াইথাং।