নর্থ হাওয়াইথাঙে জয়ী ভাই ভাই দল
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : নর্থ হাওয়াইথাঙে ময়ীনুল হক চৌধুরী মেমোরিয়াল ট্রফি এর নকআউট ফুটবল টুর্নামেন্টে বিশাল জয় পেল সাকিব ভাই ভাই দল। তারা ৬-০ গোলে হারায় নাজিয়া এফসি-কে। ম্যাচে জোড়া গোল করেন জোশেফ খাসিয়া এবং পিইউ জোয়ালা। একটি করে গোল করেন ইকবাল আহমেদ লস্কর ও শাহিদ আহমেদ লস্কর।
এ দিন ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিতহন জোয়ালা। ম্যাচ পরিচালনা করেন কমরুজ্জামান লস্কর, সেলিম উদ্দিন লস্কর ও বুলবুল লস্কর। আগামীকাল খেলবে গ্যাঙ্গলাইমু এফসি বনাম লোকনাতপুর এফসি।