নোবেল ২০২৫ : তিন বিজ্ঞানীর নাম ঘোষণা

নোবেল ২০২৫ : তিন বিজ্ঞানীর নাম ঘোষণা

৮ অক্টোবর : ‘রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস’ বুধবার ২০২৫ সালের রসায়নের নোবেল পুরস্কারজয়ী তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করল। এঁরা হলেন সুসুমু কিটাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াঘি। বুধবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস বা ধাতব-জৈব কাঠামো তৈরির জন্য এই তিন বিজ্ঞানীকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুসুমু কিতাগাওয়া জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রিচার্ড রবসন যুক্ত আছেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। আর ওমর এম ইয়াঘি আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

এমওএফ-গুলির ন্যানোস্কোপিক কাঠামোর অন্দরমহল বিশ্লেষণ করে তিন বিজ্ঞানী দেখিয়েছেন, তার মধ্যে দিয়ে গ্যাস ও তরল প্রবাহিত হতে পারে। মরুভূমির বাতাস থেকে জল সংগ্রহ, কার্বন ডাই-অক্সাইড, বিষাক্ত গ্যাস সংরক্ষণ এবং রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক হিসেবে এ সব কাঠামো ব্যবহার করা যায়। স্টকহলমের ‘রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনা অর্থপুরস্কার তিন বিজ্ঞানীর মধ্যে সম ভাবে বণ্টন করা হবে।

Spread the News
error: Content is protected !!