কোন মতে জয় ফ্রান্সের, স্লোভাকিয়া হারাল বেলজিয়ামকে

১৮ জুন : কোন মতে জয় দিয়ে ইউরো কাপ শুরু করল ফ্রান্স। সোমবার রাতে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারাল বিশ্বকাপের রানার্সরা। ম্যাক্সিমিলিয়ান ওবারের আত্মঘাতী গোলে জিতল লে ব্লুজরা।‌ তবে এই ফ্রান্স সেই ফ্রান্স নয়। এই এমবাপে সেই এমবাপেও নয়। যা কাতার বিশ্বকাপে দেখা গিয়েছিল। ফেভারিট হিসেবে জার্মানিতে এসেছে ফ্রান্স। কিন্তু দিদিয়ের দেশঁর দলের খেলা দেখে মন ভরল না। বরং আরও সমস্যায় পরে গেল ফ্রান্স। রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়েন এমবাপে। তাঁর নাকে চোট লেগেছে। তারওপর রেফারির অনুমতি না নিয়ে মাঠে প্রবেশ করে অহেতুক হলুদ কার্ডও দেখেন ফ্রান্সের অধিনায়ক। জিতলেও ইউরোর ওপেনিং ম্যাচ সুখকর হল না বিশ্বকাপ রানার্সদের। শারীরিক ফুটবল খেলে দু’দলই। একাধিক চোট এবং কার্ড হয়। তবে ফ্রান্সের তারকাখচিত দলের ফ্রি ফ্লোয়িং ফুটবল রুখে দেওয়ার জন্য প্রশংসা করতেই হবে অস্ট্রিয়ার। একতরফা ম্যাচ হওয়া উচিত ছিল। কিন্তু শেষ মিনিট পর্যন্ত লড়াই করে রাগ্নিকের দল। তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও এমবাপের চোট চিন্তায় রাখবে দেশঁকে‌‌। ম্যাচ শেষে মাঠে দেখা যায়নি তাঁকে।

এ দিকে, অপর ম্যাচে স্লোভাকিয়ার কাছে ০-১ গোলে হার বেলজিয়ামের। ভাগ্যের কাছে হারল রেড ডেভিলসরা।‌ বেলজিয়ামের জোড়া গোল বাতিল। দুটোই রোমেলু লুকাকুর। প্রথমটা অফসাইডের জন্য। দ্বিতীয়টা, ফাইনাল পাসের আগে বেলজিয়ামের ওপেন্ডার হাতে বল লাগায়। প্রথমে গোল দিলেও দুটো গোলই ‘ভার’ এর সাহায্যে বাতিল করেন রেফারি। হারের অর্ধেক কারণ যদি হয় একাধিক গোল মিস, বাকি অর্ধেক ভাগ্য। প্রথমটা নিশ্চিত অফসাইড হলেও দ্বিতীয় গোলটা বাতিল নাও করতে পারতেন রেফারি। ইচ্ছাকৃতভাবে বল হাতে লাগাননি পরিবর্ত ফুটবলার। অন্যদিকে ভাগ্যের সাহায্যে বেলজিয়ামকে হারিয়ে নজির স্লোভাকিয়ার। ম্যাচের ৭ মিনিটে করা ইভান শ্রাঞ্জের গোল দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়।

Author

Spread the News