এনএন দত্ত রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি পুজোর কাজ শুরু
বরাক তরঙ্গ, ১৭ জুলাই : দুর্গাপূজার মণ্ডপ তৈরির কাজের সূচনা করল এনএন দত্ত রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি। এ বছর কমিটির ২৫তম বর্ষপূর্তি অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ। এ উপলক্ষে তাঁরা প্রস্তুতি শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার কমিটির সদস্য ও সদস্যাদের উপস্থিতিতে মণ্ডপের ঈশান খুঁটি ও ভূমিপূজা দিয়ে কাজের সূচনা হল। উল্লেখ্য, এবছর পূজা কমিটি তাদের রজত জয়ন্তী উদ্যাপনকে স্মরণীয় করে তুলতে এক বিশেষ আড়ম্বর ও জাঁকজমকের সঙ্গে পুজোর আয়োজন করছে। অপূর্ব আলোকসজ্জা, নান্দনিক সজ্জা ও চমকপ্রদ পরিবেশনার মাধ্যমে এবারের পূজা হবে। কমিটি আশা প্রকাশ করেছে—এই গর্বের বছরে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণে দুর্গাপূজা হয়ে উঠবে আরও বর্ণময়, আরও সার্থক।