রাজ্যের স্বরাষ্ট্র সচিব নিযুক্ত নিবেদিতা লস্কর
বরাক তরঙ্গ, ২০ মার্চ : পদোন্নতি পেয়ে রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিষয়ক মন্ত্রকের সচিব নিযুক্ত হলেন নিবেদিতা লস্কর। ১৯ মার্চ, পার্সোনেল বিভাগের সচিব মনিতা বরগোহাই স্বাক্ষরিত এক নির্দেশে তাঁকে এই পদে নিযুক্ত করা হয়েছে। বর্তমানে রাজ্যের জলসেচ বিভাগের অতিরিক্ত সচিব পদে কর্মরত রয়েছেন নিবেদিতা। শীঘ্রই স্বরাষ্ট্র সচিব পদে দায়িত্ব নেবেন তিনি।
প্রসঙ্গত, শিলচর শ্যামাপ্রসাদ রোডের ‘ফুলবাড়ি’র বাসিন্দা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার নিখিল রঞ্জন লস্করের কন্যা নিবেদিতা আইওসির জেনারেল ম্যানেজার পীযূষকুমার মজুমদারের সহধর্মিনী। স্বরাষ্ট্র সচিব পদে নিযুক্ত হওয়ায় উষ্ণ অভিনন্দন জানিয়েছেন স্বজন, পরিজন ও শুভানুধ্যায়ী মহল।

বুধবার রাজ্যের পার্সোনাল বিভাগের জারি করা এক আদেশে লস্করের সঙ্গে আরো আট জন এসিএস অফিসারকে অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতি প্রাপ্ত এই অফিসার গনের সঙ্গে তাঁদের বিভাগ গুলো হলো মনীষা চেলেঙ (মুখ্যমন্ত্রীর সচিবালয়), জোৎস্না মেধী পাটগিরি (স্বাস্থ্য শিক্ষা), পূবালী গোঁহাই (স্বরাষ্ট্র বিভাগ এবং কারা মহাপরিদর্শকের অতিরিক্ত দায়িত্ব), ধর্মকান্ত মিলি (রাজস্ব), আনন্দ কুমার দাস (খাদ্য ও অসামরিক সরবরাহ), ত্রিপুরেন্দ্রে পাটর (কৃষি বিভাগ), ইসতার কাথার (পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন) এবং কিমনেই চাঙসন (স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগ)