নিটে আসাম রাইফেলস “অপারেশন সিন্দুর” নিয়ে শিক্ষামূলক সেশন

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : জাতি গঠনের প্রতি অঙ্গীকার এবং যুবসম্প্রদায়কে সম্পৃক্ত করার লক্ষ্যে, আসাম রাইফেলস এনআইটি, শিলচর-এ “অপারেশন সিন্দুর” বিষয়ে একটি শিক্ষামূলক সেশনের আয়োজন করে। বৃহস্পতিবার সেশনে ২০০-রও বেশি ছাত্রছাত্রী ও অধ্যাপক এবং ২১০ জন এনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন।

বক্তৃতায় “অপারেশন সিন্দুর”-এর প্রধান দিকগুলি তুলে ধরা হয়, যা জাতীয় নিরাপত্তা রক্ষায় ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর পেশাদারিত্ব, প্রস্তুতি ও প্রতিশ্রুতি প্রদর্শন করে। এই উদ্যোগের উদ্দেশ্য ছিল ছাত্রদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দৃঢ়তা গড়ে তোলা এবং তাদের সৈনিকের সাহস ও নিষ্ঠা থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদের শিক্ষাগত ও ভবিষ্যৎ লক্ষ্যে এগিয়ে যেতে উৎসাহিত করা। এই ধরনের উদ্যোগ আসাম রাইফেলস-এর ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন, যা দেশের যুবসমাজের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ এবং সেবার মানসিকতা গড়ে তুলে একটি সচেতন ও শক্তিশালী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে সহায়ক।

Spread the News
error: Content is protected !!