উনিশের “সৈনিক সম্মান” পেলেন নিশীথরঞ্জন দাস, সতু রায়, সুখেন্দু বিকাশ পাল ও শিবানী বিশ্বাস

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ মে : ১৯শে’র ভাষা আন্দোলনের “সৈনিক সম্মান “উনিশ আমাদের স্বাধীকার উনিশ আমাদের অহংকার, উনিশ আমাদের আত্মপরিচয়। এই আত্মপরিচয় কে সামনে রেখে এবার বরাকের আওয়াজের পক্ষে থেকে ১৮ মে শ্রীভূমি জেলার চারজনকে সম্মান জানানো হয়। তাদের মধ্যে অন্যতম ৬১র, উনিশের ভাষা আন্দোলনের অগ্রজ সেনানী নিশীথরঞ্জন দাস কে “সৈনিক সম্মান” দেওয়া হল। চেতনার পথচলার শেষে ভাষা সেনানী নিশীথরঞ্জন দাসের বাড়িতে গিয়ে তার হাতে স্মারক তুলে দেওয়া হয়। প্রথমে নিশীথরঞ্জন দাসের সঙ্গে তাঁর স্ত্রী ইন্দুরেখা দাসকেও উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। এর আগে পথচলার শেষে প্রকাশ্য সভায় ৬১ সালের ভাষা আন্দোলনের সৈনিক সতু রায় ও সুখেন্দু বিকাশ পাল উত্তরীয় পরিয়ে ও “সৈনিক সম্মান” প্রদান করা হয়।

উনিশের "সৈনিক সম্মান" পেলেন নিশীথরঞ্জন দাস, সতু রায়, সুখেন্দু বিকাশ পাল ও শিবানী বিশ্বাস

সম্মান গ্রহণ করে সতু রায় ও সুখেন্দু বিকাশ পাল ৬১ সালের ভাষা সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। তারা বাংলা ভাষার উপর ভাষা আগ্রাসনের বিরুদ্ধে রোখে দাঁড়ানোর আহ্বান জানান। সব শেষে একজন মহিলা আন্দোলনকরি হিসেবে শিবানী বিশ্বাস কে তার বাড়িতে গিয়ে তাকে উত্তরীয় দিয়ে বরণ করে তার হাতে  উনিশের “সৈনিক সম্মান” তুলে দেওয়া হয়।

উনিশের "সৈনিক সম্মান" পেলেন নিশীথরঞ্জন দাস, সতু রায়, সুখেন্দু বিকাশ পাল ও শিবানী বিশ্বাস
Spread the News
error: Content is protected !!