ভুটান যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ নির্মলা সীতারমনের

৩১ অক্টোবর : খারাপ আবহাওয়ায় উত্তরবঙ্গে আটকে পড়লেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গতকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অবিরাম বৃষ্টিপাতের জেরে বৃহস্পতিবার বিকেলে দিল্লি থেকে ভুটানের পথে রওনা হওয়া অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বিমান আবহাওয়া খারাপ থাকায় জরুরি অবতরণ করতে হয় বাগডোগরা বিমানবন্দরে।

সূত্রের খবর, বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ি সংলগ্ন এক বেসরকারি হোটেলে রাত কাটান। শুক্রবার ভোর পাঁচটার সময় তিনি ফের ভুটানের উদ্দেশ্যে রওনা দিতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন, তবে এদিনও উত্তরবঙ্গের আকাশে ঘন মেঘ এবং প্রবল বৃষ্টির কারণে ফ্লাইট উড়তে পারেনি।

বিমানটি গতকাল ভুটানের থিম্পুর উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘন মেঘ, বজ্রবিদ্যুৎ ও প্রবল দমকা হাওয়া শুরু হয়। নিরাপত্তার স্বার্থে পাইলট বিমানটিকে বাগডোগরায় নামিয়ে আনেন। বিমানবন্দর কর্তৃপক্ষ তৎক্ষণাৎ জরুরি প্রটোকল চালু করে যাত্রী ও ক্রুদের নিরাপদে নামিয়ে আনেন।

উত্তরবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি চলছে। ঘন মেঘের কারণে বিমান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। ভুটান ও উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রুটে বিমান পরিষেবা আপাতত স্থগিত করা হয়েছে।         অবশেষে সকালেই দিল্লি ফেরার সিদ্ধান্ত নেন অর্থমন্ত্রী।

Spread the News
error: Content is protected !!