পাথারকান্দিতে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার রাজ্যিক কমিটির শপথ গ্রহণ

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৩ জুলাই : নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার নবগঠিত অসম রাজ্য কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অত্যন্ত মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হল পাথারকান্দিতে। রবিবার ভুবনেশ্বর মিশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা হয় মহাসভার কেন্দ্রীয় কমিটির সভাপতি রামকৃষ্ণ সিনহার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এর পরপরই ভুবনেশ্বর সাধুঠাকুরের শ্রীচরণে পুষ্পার্ঘ্য অর্পণ এবং শহিদ বেদীতে মাল্যদান করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। এই পর্বে মহাসভার প্রতি শ্রদ্ধা, আত্মত্যাগের স্মরণ এবং ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতার বার্তা প্রতিফলিত হয়। প্রধান অতিথি ও সম্মানিত অতিথিদের মঞ্চে আহ্বান করে বিষ্ণুপ্রিয়া মণিপুরি শাস্ত্রীয় নীতি অনুসারে ‘লেইচন্দন’ দিয়ে বরণ করা হয়। এরপর শুরু হয় শপথ গ্রহণের পর্ব। প্রথমে নবগঠিত আসাম রাজ্য কমিটির সভাপতি তরুণ সিনহা-কে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সভাপতি রামকৃষ্ণ সিনহা। এরপর একে একে সাহিত্য পরিষদ, সংস্কৃতি পরিষদ এবং মহাসভার অন্যান্য নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান অসম ও ত্রিপুরা রাজ্যের মহাসভার রাজ্য কমিটির সভাপতি তরুণ সিনহা ও প্রশান্ত সিনহা।

শপথ গ্রহণ পর্ব শেষে আয়োজিত হয় সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী হওয়া বরাক উপত্যকার তিন জেলার বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ভুক্ত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠান। মহাসভার পক্ষ থেকে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়, যা তাঁদের সেবামূলক কার্যকলাপে আরও অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, ২৪ ও ২৫ মে দুল্লভছড়া চরগোলা ভ্যালি পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে আয়োজিত রাজ্য সম্মেলনের মাধ্যমে গঠিত নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা, সাহিত্য পরিষদ ও সংস্কৃতি পরিষদের অসম রাজ্য কমিটি হয়েছিল।

Author

Spread the News