নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার দাবি দিবস পালিত, ১৩ দফা দাবি সংবলিত স্মারকলিপি পেশ

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২ জুলাই : রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার ঐতিহাসিক দাবি দিবস। এ উপলক্ষে রাজ্যের প্রতিটি জেলায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।মহাসভার কেন্দ্রীয়, রাজ্য ও আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে প্রতিটি জেলার জেলা আয়ুক্ত  ও সার্কল অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি পেশ করা হয়।এতে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, পাথারকান্দি সার্কল অফিসার বলিন বাবা বালারির মাধ্যমে স্মারকলিপি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রদান করা হয়।স্মারকলিপিতে উত্থাপিত প্রধান ১৩ দফা দাবি গুলোর মধ্যে ছিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি জনগোষ্ঠীকে অবিলম্বে কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত করা জাতীয় জনগণনার তথ্যে ‘বিষ্ণুপুরিয়া’ নামে থাকা ভুল সংশোধন করে যথাযথভাবে ‘বিষ্ণুপ্রিয়া মণিপুরী’ নাম অন্তর্ভুক্ত করা, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আসন সংরক্ষণ, UDISE+ এর ১৮৯ নম্বর অনুচ্ছেদে মাতৃভাষা হিসেবে ‘বিষ্ণুপ্রিয়া মণিপুরি’ অন্তর্ভুক্ত করা, বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার পাঠ্যপুস্তক প্রণয়নের দায়িত্ব নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্য পরিষদের হাতে প্রদান, বরাক ভ্যালি, কামরূপ ও কার্বি আংলং জেলায় বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন, কাছাড়, শিলচর ও হাইলাকান্দি জেলার মণিপুরী জনবসতিপূর্ণ এলাকাগুলোকে গ্রিন বেল্ট ঘোষণা ইত্যাদি।

এ দিন উপস্থিত ছিলেন তরুণ সিনহা, হরিনারায়ণ সিনহা, শান্তিলাল সিনহা, প্রতাপ সিনহা, সুভাষ সিনহা, লক্ষীন্দ্র সিনহা, বিশ্বজিৎ সিনহা, শ্যামাপদ সিনহা, সুমিত্রা সিনহা, মধু সিনহা, পার্থসারথী সিনহা, লালমোহন সিনহা, সুজিত সিনহা প্রমুখ। এছাড়া প্রদত্ত স্মারকলিপিতে স্বাক্ষরকারী নেতৃবৃন্দরা হলেন অসম রাজ্য কমিটি সভাপতি তারুণ সিনহা, কার্যকরী সভাপতি বিশ্বজিৎ সিনহা, সাধারণ সম্পাদক, প্রশাসন লক্ষীন্দ্র সিনহা, সহ-সভাপতি শ্যামপদ সিনহা, অনুপ সিনহা, শান্তিলতা সিনহা, মধু সিনহা, লালমোহন সিনহা, হরিনারায়ণ সিনহা, পার্থসারথী সিংহ, রেণুকা সিনহা, প্রতাপ সিংহ, সুমিত্রা সিনহা, ও সুজিত সিনহা প্রমুখ সহ আরও অনেকে।

নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার দাবি দিবস পালিত, ১৩ দফা দাবি সংবলিত স্মারকলিপি পেশ

Author

Spread the News