নিকেশ পাহেলগাঁও জঙ্গি হামলার মূল মাথা হাসিম
২৮ জুলাই : অবশেষে বড় সাফল্য পেল ভারতীয় সেনা। সম্প্রতি পাহেলগাঁও-তে হওয়া ভয়াবহ জঙ্গি হামলার মূল মাথা হাসিম মুসা-কে নিকেশ করল Indian Army-র Special Forces। সোমবার সকালে শ্রীনগর শহর থেকে প্রায় ২০ কিমি দূরে ডাচিগাম লাগোয়া হারওয়ান এলাকার গভীর জঙ্গলে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।
সেনার তরফে জানানো হয়েছে, “তিনজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে এক তীব্র গুলির লড়াইয়ে। অভিযান এখনও চলছে।” এই পোস্টটি Chinar Corps তাদের X অ্যাকাউন্টে করেছে।
সূত্রের খবর, দীর্ঘ এক মাস ধরেই গোয়েন্দা বিভাগ নানা সূত্র ধরে খোঁজ চালাচ্ছিল পাহেলগাঁও হামলার দোষীদের। সেই হামলায় মৃত্যু হয়েছিল অন্তত ২৬ জন নিরীহ সাধারণ মানুষের। গোয়েন্দা রিপোর্টে জানা গিয়েছিল, অভিযুক্ত জঙ্গিদের একটি দল ডাচিগাম অঞ্চলের দিকে পালিয়ে এসেছে। সেই সূত্রেই এলাকায় বিশেষ নজরদারি চালাচ্ছিল সেনা ও গোয়েন্দা বাহিনী।
অবশেষে সোমবার ভোররাতে শুরু হয় চূড়ান্ত অভিযান। বেশ কয়েক ঘণ্টার গুলির লড়াইয়ে শেষমেশ তিন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়। তাদের মধ্যে অন্যতম ছিল হাসিম মুসা, যে কিনা সীমান্তবর্তী সন্ত্রাসী নেটওয়ার্ক-এর সঙ্গেও যুক্ত ছিল বলে অনুমান গোয়েন্দাদের।