রেকর্ড ভোটে জয়ী হবেন নীহার, মন্ত্রী জয়ন্ত মল্ল

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : বিগত দিনের তুলনায় সব রেকর্ড ভেঙে ধলাই উপ-নির্বাচনে এবার বিশাল ভোটের ব্যবধানে জয়ী হবেন বিজেপি প্রার্থী নীহাররঞ্জন দাস। সোমবার শিলচরের বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এমন দাবি করলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। আগামী ১৩ নভেম্বর ধলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার প্রচারের অন্তিম দিনে কেন্দ্রে ঝড় তুলেছে দলীয় সমর্থকরা। সকলের মধ্যে উৎসাহ দেখা গেছে। প্রত্যেক জিপিতে মিছিল বের করা হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত শতাধিক মিছিল অনুষ্ঠিত হয়েছে ধলাই বিধানসভা কেন্দ্রে।

প্রচার অভিযানের শেষ তথা অন্তিম দিনে ৭০ থেকে ৮০ হাজার সমর্থকরা মিছিলে অংশগ্রহণ করে ধলাইর বুকে ইতিহাস রচনা করেছেন বলেও জানিয়েছেন মন্ত্রী। ধলাইর জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে গণতন্ত্রের হাতকে শক্তিশালী করতে বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাসকে বিপুল সংখ্যক ভোটে জয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

রেকর্ড ভোটে জয়ী হবেন নীহার, মন্ত্রী জয়ন্ত মল্ল
Spread the News
error: Content is protected !!