জননেতা নিবারণচন্দ্র লস্করের জন্মবার্ষিকী পালন শিলচরে

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে জননেতা নিবারণচন্দ্র লস্করের ১২৪তম জন্মবার্ষিকী পালন করা হল। মঙ্গলবার এ উপলক্ষ্যে শিলচর শহরের শ্যামা প্রসাদ রোডে ফুলবাড়িতে এক সভার আয়োজন করা হয়। রবীন্দ্রচন্দ্র দাসের সভাপতিত্ব সভায় নিবারণচন্দ্র লস্করের জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। বক্তাদের মধ্যে ছিলেন সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, সংবাদ সংস্থা পিএনসির চেয়ারম্যান হারাণ দে, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, বরাক উপত্যকা পাটনি পরিষদের সভাপতি অমলেন্দু দাস, শিক্ষাবিদ নীতিশরঞ্জন লস্কর, গীতেশরঞ্জন দাস, নলিনীমোহন দাস, অরুণকুমার দাস, মহীতোষ দাস ও ধীরেন্দ্রকুমার দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিখিলরঞ্জন লস্কর।
শুরুতে অতিথি ও উপস্থিত ব্যক্তিরা নিবারণচন্দ্র লস্করের মর্মর মুর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানের শেষে বিশিষ্ট ব্যক্তিত্ব ইমাদ উদ্দিন বুলবুলের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
