আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর বৈষ্ণব মহাসম্মেলন শ্রীভূমিতে

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : শ্রীভূমি শহরে বৈষ্ণব মহাসম্মেলন হতে যাচ্ছে আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর। পরিচালনায় বরাক উপত্যকার   প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর উপাসনা মণ্ডলী। বারইগ্রাম শ্ৰীশ্ৰী গোপাল জিউ, শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রম, অনুমোদিত
এই মহাসম্মেলন শহরের নীলমণি স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসছেন শ্রীধাম বৃন্দাবনের
মহামণ্ডলেশ্বর শ্রীমোহন্ত গৌর গোপাল দাস গোস্বামী। সম্মানীয় অতিথি প্রাণকৃষ্ণ গোস্বামী, প্রণবানন্দ দাস বাবাজি, দীনবন্ধু দাস বাবাজি,
রঘুনাথ দাস বাবাজি সহ অন্যান্য বৈষ্ণব গণ। বৃহস্পতিবার বারইগ্রাম  শ্রীমন্দিরে অনুষ্ঠানে দু’দিনের কার্যসূচি তুলে ধরেন আশ্রমের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নিরেন পাল, মহাসম্মেলনের সভাপতি নেপাল
রায় ও সম্পাদক বাপ্পন পাল। তাঁরা জানান, আগামী ৬ সেপ্টেম্বর শনিবার বিকেল চারটায় শোভাযাত্রার মাধ্যমে ১০৮ জন মহিলা সহযোগে গঙ্গা আহ্বান। বিকেল ৫-৩০ মিনিটে প্রভুর অভিষেক, গুরুবন্দনা ও নাম কীর্তন। এদিন রাতে বিশেষ আকর্ষন নাট্য অভিনয়ের মাধ্যমে প্রভুর জীবন দর্শন। পরিচালনায় রাধারমণ সঙ্গীত সংঘ, শিলচর।

আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর বৈষ্ণব মহাসম্মেলন শ্রীভূমিতে

পরদিন ৭ সেপ্টেম্বের রবিবার সকাল ৭ টায় বারইগ্রাম শ্রীশ্রী গোপাল জিউ, শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রম থেকে যান যোগে শোভাযাত্রায় বৈষ্ণবদের শ্রীভূমিতে আগমন। সকাল ৮ টায় শ্রীভূমির শহরতলি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শহর পরিক্রমা করে বৈষ্ণবদের অনুষ্ঠান স্থলে নিয়ে আসা হবে। সকাল ১০ টায় আমন্ত্রিত বৈষ্ণবদের মঞ্চে বরণ ও সম্মান প্রদর্শন। সকাল সাড়ে দশটা থেকে গুরুপূজা ও অঞ্জলী প্রদান। এবং প্রভুর দীক্ষা দান ও সকাল ১১ টায় শ্রীশ্রী বৈষ্ণব মহোৎসব নিয়ে প্রাসঙ্গিক আলোচনা। দেড়টায় থেকে চারটা পর্যন্ত প্রাসাদ বিতরণ। ২ টায় থেকে  ধামাইল ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ ললটান পর্যন্ত প্রভুর উপাসনা। রাত ৮-৩০ মিনিটে উপাসনার প্রাসাদ বিতরণ এবং উৎসবের সমাপন।

আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর বৈষ্ণব মহাসম্মেলন শ্রীভূমিতে

এদিন উপস্থিত ছিলেন প্রণবানন্দ দাস বাবাজে, কানাই দাস বাবাজী, গৌড় গোপাল দাস।অনুষ্ঠানকে সফল করতে আজ গোটা উপত্যকার গুরু ভাই বোনরা অংশ নেন এবং নিজ নিজ মতামত তুলে ধরেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বাদল পাল, কোষাধ্যক্ষ কৌশিকরঞ্জন দে, সহ-সম্পাদক বিশ্বজিত রায়, প্রচার সম্পাদক কার্তিক পাল, মহা সম্মেলনের কার্যকরী সভাপতি মিহির পাল।

Spread the News
error: Content is protected !!