প্রবীণ সাংবাদিক তাজ উদ্দিন বড়ভূইয়াকে স্মরণ নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : ‘এইতো স্বদেশ’ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক তাজ উদ্দিন বড়ভূইয়াকে স্মরণ করল বরাক ভ্যালি নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন। রবিবার শিলচর ঘনিয়ালায় অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। সংস্থার সভাপতি মনতোষ ধরের পৌরোহিত্যে সভায় বর্ষীয়ান সাংবাদিক তথা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত সাপ্তাহিক এইতো স্বদেশ পত্রিকার সম্পাদক সদ্যপ্রয়াত তাজ উদ্দিন বড়ভূইয়ার নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা তাঁর কর্মজীবনের বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। এও বলেন, এরকম অমায়িক মানুষ আজকাল দিনে পাওয়া খুবই কঠিন। বক্তব্য রাখতে গিয়ে অনেকেই আবেগ প্রবণ হয়ে উঠেন।

প্রবীণ সাংবাদিক তাজ উদ্দিন বড়ভূইয়াকে স্মরণ নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের

মনতোষ ধর ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক দিলু দাস, অনুপম দে, সত্যনারায়ণ সারদা প্রমুখ। সভায় উপস্থিত প্রয়াত বড়ভূইয়ার ছেলে মারুফ ইনসান বড়ভূইয়া, সাংবাদিক স্বপ্ননীল ভট্টাচার্য, সঞ্জয় সারদা প্রমুখ। সভায় তাজ উদ্দিন বড়ভূইয়াকে স্মরণ করে রাখার জন্য আরও কি কোন অনুষ্ঠান করা যায় সে নিয়ে সদস্যরা আলোচনা করবেন বলে জানিয়েছেন সভাপতি মনতোষ ধর।

প্রবীণ সাংবাদিক তাজ উদ্দিন বড়ভূইয়াকে স্মরণ নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের

এ দিন, অ্যাসোসিয়েশনের পৃথক এক সভায় সদস্যদের মধ্যে ডিজিটাল আই কার্ড বণ্টন করা হয়। আগামীতে আরও কার্যসূচি হাতে নেওয়া হবে বলে ওইদিন জানান সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাস।

Author

Spread the News