নবজাতক বিক্রি, বাবা-মাসহ চারজন শ্রীঘরে
বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : ধেমাজির শিলাপাথরে নবজাতক বিক্রির ঘটনা আলোড়ন সৃষ্টি করছে। তাদের নবজাতকের বাবা-মাসহ চারজনের শ্রীঘরে ঠাঁই হল।
উল্লেখ্য৷ 61(2) 143(4) BNS R/W ধারা 75/81 জুভিয়েনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড পোটেকশনের অধীনে 209/24 হিসাবে দোষীদের চিহ্নিত করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নবজাতকের বাবা বুদ্ধিমান বরা, মা, সবিতা বরা, বাবুল বরা এবং দিলীপ শইকিয়াকে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করে বুধবার ধেমাজি বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
তবে শিশুটিকে কেনা বেবি পেগু সাহারিয়া ও তার স্বামীকে আটক করতে পারেনি পুলিশ। শিলাপাথরে জোনাকি নগরে শিশু বিশেষজ্ঞ ডাঃ চন্দ্রজিৎ দলের বাসা থেকে সিডব্লিউসি দল শিশুটিকে উদ্ধার করে।
কি পরিস্থিতির জন্য বাবা ও মায়ের বিক্রি করা নবজাতক শিশুর সন্ধান মেলে চিকিৎসকের ঘরো এ নিয়ে বেশ চর্চা চলছে। শিলাপাথর পুলিশ ওই চিকিৎসককে গ্রেফতার করেনি।
জানা যায়, ৪ অক্টোবর অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সবিতা বরা নামে এক মহিলা একটি কন্যা সন্তানের জন্ম দেন। শিশুটি ভূমিষ্ট হওয়ার পরই তাঁর স্বামী বুদ্ধিমান বরা ও তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।
তারপরে হঠাৎই এসে শিশুটিকে হাসপাতালে থেকে নিয়ে যান। এবং পেগু সাহারিয়া ও তাঁর স্বামীর কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন।
ধেমাজির চাইল্ড হেল্পলাইনও তদন্তে নামে বিষয়টি জানতে পেরে। বরা দম্পতিকে ডেকে পাঠানো হয়। কিন্তু তাঁরা হাজিরা দেননি। পরবর্তীতে পুলিশ তাদের গ্রেফতার করে।