নয়া পোপ কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট, শুভেচ্ছা মোদির

৯ মে : পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সিলমোহর পড়ে কার্ডিনাল রবার্ট প্রেভোস্টের নামের পাশে। আমেরিকার কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট। তাঁর নতুন নাম হল পোপ লিও চতুর্দশ। বয়স ৬৯। তিনি প্রথম আমেরিকার নাগরিক, পোপ হিসেবে নির্বাচিত হলেন। কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট ক্যাথলিক চার্চের ২৬৭তম পোপ।

এ দিকে, পোপ চতুর্দশ লিওকে ভারতের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানের অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়ে তাঁর নেতৃত্বে ক্যাথলিক চার্চের সম্প্রীতি, সংহতি এবং সেবার আদর্শ এগিয়ে চলবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

নয়া পোপ কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট, শুভেচ্ছা মোদির
Spread the News
error: Content is protected !!