কাছাড় জেলা যুব মোর্চার নয়া কমিটি

বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : ভারতীয় জনতা যুব মোর্চার কাছাড় জেলা কমিটি ঘোষণা করা হয় বুধবার। কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি নিযুক্ত হয়েছেন কুলদীপ নেহাল চৌধুরী। সহ-সভাপতি পদে নিযুক্ত হয়েছেন সুকান্ত শুক্লবৈদ্য, রঞ্জিত রায়, প্রীতম দে, শুহম ঠাকুর ও শুভম রায়। সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হয়েছেন অভিষেক চক্রবর্তী এবং অজস্বী দাস। সম্পাদক নিযুক্ত হয়েছেন অর্কদীপ ভট্টাচার্য, রানা গোস্বামী, চন্দ্রিমা দেব, প্রণব দে এবং বিশাল রায়।
কোষাধ্যক্ষ পদে অংশুমান রায় টিপু, কার্যালয় সম্পাদক পদে অনুশ্রী দেব ভট্টাচার্য এবং মিডিয়া ইনচার্জ স্বর্ণদীপ ঘোষ, সোশ্যাল মিডিয়া ইনচার্জ শ্রীময় ভট্টাচার্য, আইটি সেলের ইনচার্জ সৌম্যদীপ ভট্টাচার্য এবং পলিসি এবং রিচার্স ইনচার্জ পদে রুবিনা সিং। দলের কাছাড় জেলা সভাপতি রূপম সাহার অনুমোদনক্রমে যুব মোর্চার নয়া জেলা কমিটি ঘোষণা করেছেন সভাপতি কুলদীপ নেহাল চৌধুরী ।

Spread the News
error: Content is protected !!