রোটারি ক্লাব অব শিলচর গ্ৰিনল্যান্ডের নয়া কমিটি গঠন
বরাক তরঙ্গ, ৭ জুলাই : রোটারি ক্লাব অব শিলচর গ্ৰিনল্যান্ডের নয়া কমিটি গঠন করা হল। শনিবার সন্ধ্যায় শিলচর মেহেরপুরের এক বিবাহ ভবনে রোটারি ক্লাব অব শিলচর গ্ৰিনল্যান্ডের নয়া কমিটি গঠন করা হয় এবং ক্লাবের ৩০ বছর পূর্তি উপলক্ষে নবীন-প্রবীণ সদস্য সহ সহযোগী সামাজিক সংস্থা গুলোর সদস্যদের উপস্থিতিতে ডাঃ অমিত কালোয়ারকে নবনির্বাচিত সভাপতি পদে নিযুক্ত পান।
এ দিন প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ বণিক উনার কার্যক্রমের খতিয়ান তুলে ধরেন। নবনির্বাচিত সভাপতি ডাঃ অমিত কালোয়ার বক্তব্যে বলেন, তিনি বিগত কয়েক বছর থেকে রোটারি ক্লাবের সেবা মূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন, আগামী যেভাবে সম্মানের সহিত রোটারি ক্লাব অফ শিলচর গ্ৰিনল্যান্ডের সভাপতির পদে বসিয়েছেন, তেমনি তিনি রোটারি ক্লাব অব শিলচর গ্ৰিনল্যান্ডের উন্নতি সহ সমাজ সেবার কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন। সেদিনের অনুষ্ঠানে নাচ-গান সহ খাওয়া ব্যবস্থাও ছিল।

এ দিন সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ডাঃ মঞ্জুরী বার্মা এবং উপস্থিত ছিলেন রোটারিয়ান শিবব্রত দত্ত, ধীরাজ জৈন, রনজিৎ ভট্টাচার্য, মধুমিতা পাল সহ আরো অন্যান্যরা।