হামাস ও ইজরায়েলের মধ্যে বন্দি মুক্তির নতুন চুক্তি

২৬ ফেব্রুয়ারি : হামাস ও ইজরায়েলের মধ্যে বন্দি মুক্তির নতুন চুক্তি সই হয়েছে, যা গাজার বন্দি চার জিম্মি এবং মুক্তি না পাওয়া ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দির মুক্তি নিয়ে একটি সমঝোতা নির্ধারণ করেছে। এই চুক্তির মাধ্যমে, হামাস এবং ইজরায়েল নিজেদের মাঝে কিছু বন্দি বিনিময় সম্পন্ন করবে এবং বিলম্বিত মুক্তির বিষয়টি সমাধান করবে।

মঙ্গলবার হামাস এক বিবৃতিতে জানিয়েছে যে, গাজায় বন্দি থাকা চার জিম্মি এবং শনিবার মুক্তি না পাওয়া ৬০০ ফিলিস্তিনি বন্দির বিষয়ে তারা একটি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির মধ্যে একসাথে মুক্তি পাবে ইজরায়েলি বন্দিদের লাশ এবং তারা মুক্তি পাবে ওই বন্দি মহিলাদের সঙ্গে যারা শিশুদের সাথে বন্দি ছিলেন।

এদিকে, সবশেষ বন্দিবিনিময়ের সময় হামাস ইজরায়েলি জিম্মিদের মুক্তি দিলেও, ৬০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে অস্বীকার করে ইসরাইল। এতে ইজরালের ক্ষোভ সৃষ্টি হয়, বিশেষত শনিবার হামাসের হাতে বন্দি অবস্থায় মারা যাওয়া মা শিরি বিবাস এবং তার দুই সন্তান আরিয়েল ও কেফিরের লাশ হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে। চুক্তি অনুযায়ী, ইজরায়েল এবং হামাস তাদের বন্দি মুক্তির প্রক্রিয়া স্বচ্ছতার সাথে পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, এবং নতুন চুক্তি পরবর্তী পর্যায়ে আরো বন্দি মুক্তির সুযোগ সৃষ্টি করবে।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল, তথ্যসূত্র : জেরুজালেম পোস্ট

হামাস ও ইজরায়েলের মধ্যে বন্দি মুক্তির নতুন চুক্তি
Spread the News
error: Content is protected !!