EURO CUP: কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস
২ জুলাই : রোমানিয়াকে ৩-০ গোলে হারিয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল নেদারল্যান্ডস। ম্যাচের ২০ মিনিটের মাথায় জয়ী দলের হয়ে প্রথম গোলটি করেন কোডি গ্যাকপো। ৮৩ ও ৯০ মিনিটে ডাচ শিবিরের হয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় গোল করেন মালেন। এরপর ম্যাচে আর ফিরতে পারেনি রোমানিয়া। ১৬ বছর পর ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস।