নেতানিয়াহুর বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ

২১ মার্চ : ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। গাজায় নতুন করে হামলা চালানোয় ক্ষুব্ধ হাজার হাজার মানুষ ইজরায়েলের রাস্তায় নেমে যুদ্ধবিরতির দাবি তুলেছেন। রাজধানী জেরুজালেম ও তেল আবিবের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করা হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে, এবং কমপক্ষে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ইজরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বার’কে বরখাস্ত করার প্রচেষ্টা ঘিরে মঙ্গলবার থেকে এই বিক্ষোভ শুরু হয়। তবে গাজায় ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার ফলে যুদ্ধবিরতি লঙ্ঘিত হওয়ার পর বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। বিক্ষোভকারীরা মনে করেন, নেতানিয়াহু রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং গাজায় এখনও জিম্মি থাকা ৫৯ জন ইজরায়েলির নিরাপত্তা নিয়ে গুরুত্ব দিচ্ছেন না।

বুধবার হাজার হাজার মানুষ জেরুজালেমে নেতানিয়াহুর সরকারি বাসভবনের সামনে জড়ো হন। ‘এখনই জিম্মিদের মুক্তির চুক্তি করুন’—এমন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। অনেকেই মনে করছেন, নেতানিয়াহু ইজরায়েলের গণতান্ত্রিক কাঠামো দুর্বল করছেন। রোনেন বার’কে সরিয়ে দেওয়ার পাশাপাশি, অ্যাটর্নি জেনারেল গ্যালি বাহারাভ মিয়ারাকেও বরখাস্তের চেষ্টা চলছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

নেতানিয়াহুর বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ
নেতানিয়াহুর বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ
Spread the News
error: Content is protected !!