নেতাজির জন্মদিন উদযাপন মা জননীর
বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : শিলচরে যথাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন। বৃহস্পতিবার শিলচর ভগৎপুর মা জননী সমাজ সেবা সংগঠনের কার্যালয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে পতাকা উত্তোলন সহ নেতাজির প্রতিমূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন সংগঠনের সদস্যরা।
সাংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের সভাপতি সঞ্জয় দাস বলেন, প্রত্যেক বছর ন্যায় এবছরও যথাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করেন এবং কচিকাঁচাদের মধ্যে প্রতিযোগিতামুলক অনুষ্ঠান সহ দেশাত্মবোধক সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং যারা প্রতিযোগিতায় বিজয়ী হবেন তাদের পুরস্কৃত করা হবে বলে জানান সভাপতি।