নেতাজি ছাত্র যুব সংস্থার বস্ত্র বিতরণ

নেতাজি ছাত্র যুব সংস্থার বস্ত্র বিতরণ

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : দুর্গাপূজা সামনে রেখে শিলচর শহর সংলগ্ন কাঁঠাল বাগান এলাকায় আনন্দ ও উৎসবের আবহে নতুন কাপড় বিতরণ করল সেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা। প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনটি সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোর মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়েই এই উদ্যোগ গ্রহণ করে।

নেতাজি ছাত্র যুব সংস্থার বস্ত্র বিতরণ

এদিন প্রায় ৫০ জন পুরুষ ও মহিলার হাতে নতুন শড়ি, চুড়িদার, টি-শার্ট  তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কাপড় বিতরণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক দিলু দাস, সহ-সভাপতি ননীগোপাল দেব, সহ সম্পাদক বুরহান উদ্দিন লস্কর, প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদিকা সুতপা কর, কার্যকরী সদস্য কৃষাণু ভট্টাচার্য, সক্রীয় সদস্য নারায়ণ রবিদাস প্রমুখ। তাঁরা প্রত্যেকেই মানুষের সেবার ব্রত নিয়েই এই কাজে অংশগ্রহণ করেন।

এছাড়াও উপস্থিত থাকতে না পারলেও সংস্থার সভানেত্রী মহুয়া ভৌমিক, কোষাধ্যক্ষ শুভ্রা রাউত দত্ত, প্রাক্তন সহ সভানেত্রী সন্ধ্যা চক্রবর্তী, আজীবন সদস্যা রুম্পা দত্ত ও সংগঠনের শুভানুধ্যায়ীদের মধ্যে সন্ধ্যা আচার্য ও বিরাব্রত দাসও এই মহতী উদ্যোগে সহযোগিতা করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক দিলু দাস জানান, “দুর্গোৎসব হল আনন্দ ভাগাভাগি করার উৎসব। সমাজের সকল স্তরের মানুষের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। প্রতিবছরের মতো এবারও আমরা ক্ষুদ্র চেষ্টা করেছি কিছুটা হলেও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে।”

সংস্থার সদস্যরা আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ আরও বড় পরিসরে আয়োজন করা হবে, যাতে সমাজের বেশি সংখ্যক মানুষ উপকৃত হতে পারেন।

Spread the News
error: Content is protected !!