মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু নেপালের ৫ বাসিন্দার

২ ফেব্রুয়ারি : মহাকুম্ভ থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। রাস্তাতেই গাড়ি উলটে মৃত্যু হল ৫ পুণ্যার্থীর। তাঁরা সকলেই নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফফরপুর জেলায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রয়াগরাজ থেকে ফিরছিল গাড়িটি। কিন্তু মুজাফফরপুর জেলার মধুবনী চার লেনের বাইপাসে বাইক নিয়ে স্টান্ট করছিলেন কয়েকজন। সেই সময় সংঘর্ষ এড়াতে গিয়ে দ্রুতগতিতে থাকা পুণ্যার্থীবোঝাই গাড়িটি সজোরে গিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। যার তীব্রতা এতটাই ছিল যে ধাক্কা মারার পর গাড়িটি পাঁচবার উলটে যায়। সঙ্গে সঙ্গেই ওই বাইক আরোহীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে মোট ৯ জন ছিলেন। যাঁদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। তাঁরাই আহতদের গাড়ি থেকে বের করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠান। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু নেপালের ৫ বাসিন্দার
মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু নেপালের ৫ বাসিন্দার

Author

Spread the News