কাছাড়ে ভাঙা তোরণ সরাতে নামল এনডিআরএফ, এসডিআরএফ ও দমকল বাহিনী

বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : বৃষ্টিপাত ও ঝড়ের পুজোর তোরণ উপড়ে যাওয়ার একাধিক খবর এসেছে। স্থানগুলিতে তারাপুর, লিঙ্ক রোড, মেহেরপুর বিরবল বাজারে ভেঙে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে এনডিআরএফ, এসডিআরএফ ও দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে।

লিঙ্ক রোড এবং মেহেরপুর বিরবল বাজার এই দু’টি স্থানে এসডিআরএফ দল কাজ করছে।

শিলচর পুরনিগমের পক্ষ থেকে একটি এস্কেকেভেটর শিলচরের সুভাষনগর এলাকায় পাঠানো হয়েছে।

এ দিকে, কাটিগড়া সিদ্ধেশ্বর ২য় খণ্ডে একটি বাঁশের কাঠামো উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। দমকল বাহিনী ঘটনাস্থলে রয়েছে। কোনও হতাহতের খবর নেই।

উধারবন্দে তিনটি বড় বাঁশের গেট উপড়ে যাওয়ার খবর মিলেছে। এনডিআরএফ, এসডিআরএফ দল এবং স্থানীয় দমকল বাহিনী দ্রুত পরিস্থিতি সামাল দিতে কাজ শুরু করেছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। জরুরি পরিষেবা দলগুলোকে নিরাপদে কাজ করার সুযোগ দিতে দয়া করে প্রভাবিত এলাকাগুলি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।

Spread the News
error: Content is protected !!