ঐতিহ্যবাহী শিলচর অন্নপূর্ণা মন্দিরে বৈদিক নিয়মানুসারে নবরাত্রী পূজা

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : শিলচরের ঐতিহ্যবাহী শিলচর অন্নপূর্ণা মন্দিরে বৈদিক নিয়মানুসারে নবরাত্রী পূজার আয়োজন করা হয়েছে। এই নবরাত্রি পূজাকে কেন্দ্র করে নয়দিন ব্যাপী সনাতন ধর্মীয় নীতি ও নিয়মানুসারে ভক্তদের সকাল থেকে সন্ধ্যা অবধি উপবাস থাকতে হয়। এই নবরাত্রি পূজাকেই বাসন্তী পূজা হিসেবে বাঙালিরা উৎযাপন করে থাকেন। মন্দিরের পুরোহিত আনন্দ প্রসাদ দূবে কথা গুলো বলে জানান বিশেষভাবে অন্নপূর্ণা মন্দিরে অষ্টমী ও নবমী পূজাকে কেন্দ্র করে ভক্তদের সমাগম বিপুল আকারে ঘটে। এই দুই দিন কুমারী পূজা ও যজ্ঞ আদি অনুষ্ঠান হয়ে থাকে। মন্দিরের পরিকাঠামো উন্নত না থাকলেও ভক্তদের উপস্থিতি দেখার মতো হয়।

বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, হিন্দু ধর্মমতে মান্যতা রয়েছে, শরৎকালে হয় শারদীয়া দুর্গাপুজো আর বসন্তকালে হয় বাসন্তী পুজো। দুই ক্ষেত্রেই দেবী দুর্গশক্তিকেই পুজো করা হয়। বাসন্তীপুজোর সময়কালের মধ্যে অন্নপূর্ণা পুজো করলে অন্নের অভাব হয় না। তিনি আরও বলেন, এই শিলচর শহরের সুদীর্ঘ বছরের পুরনো অন্নপূর্ণা মন্দিরের বহু কাহিনী ছড়িয়ে সমগ্ৰ বরাক তথা অসমে। এই মন্দিরটি সমগ্ৰ শিলচরের বসবাসকারী সনাতনী ভক্তদের জন্য একটি ধর্মীয় স্থান হিসেবে গন্য করা হয়ে থাকে। কিন্তু বিগত দিনে নদী ভাঙনের ফলে মন্দিরটি ক্রমশ ক্ষতি ঘটছে। এই মন্দিরটি কীভাবে রক্ষা করা যায় এবং উন্নত পরিকাঠামো দেওয়া যায়, এই বিষয়টি নিয়ে সমগ্ৰ শিলচরবাসীর কাছে সাহায্যের আবেদন করেন। তিনি এই মন্দিরটির উন্নতির জন্য যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছেন ও আগামী দিনেও এইভাবে অন্নপূর্ণা মন্দিরের উন্নয়ন জন্য পাশে থাকবেন বলে জানান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুপর্ণা তেওয়ারি সহ অন্যান্যরা।

ঐতিহ্যবাহী শিলচর অন্নপূর্ণা মন্দিরে বৈদিক নিয়মানুসারে নবরাত্রী পূজা
Spread the News
error: Content is protected !!