এরালিগুলের দীনদয়াল মডেল কলেজে জাতীয় যুব দিবস উদযাপন

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা জাতীয় যুব দিবস উপলক্ষে রবিবার শ্রীভূমি জেলার এরালিগুলের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের স্বামী বিবেকানন্দ কেন্দ্রীয় গ্রন্থাগারের চিলড্রেন কর্নার পার্শ্ববর্তী অঞ্চলের শিশুদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বামী বিবেকানন্দের ভাবধারাকে সম্মান জানিয়ে সমাজসেবার মাধ্যমে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করাই ছিল এই অনুষ্ঠানের লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. জয়শ্রী চক্রবর্তী, রয়্যাল ইংলিশ একাডেমির অধ্যক্ষ মিসেস ফাতিমা বেগম এবং রয়্যাল ইংলিশ একাডেমির পরিচালক তথা দীনদয়াল কলেজের প্রাক্তন ছাত্র বাহারুল ইসলাম। অনুষ্ঠানটি স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয়।  তারপর অধ্যক্ষ ড. জয়শ্রী চক্রবর্তী বক্তৃতা প্রদান করেন। তিনি তার ভাষণে স্বামী বিবেকানন্দের শিক্ষা এবং দর্শনের বিষয়ে শিশুদের অবহিত করতে হবে বলে মন্তব্য করেন। সেইসাথে অধ্যক্ষ ড. জয়শ্রী চক্রবর্তী নতুন প্রজন্মকে আত্মনির্ভরশীলতা, শৃঙ্খলাবোধ এবং মানবতাবাদের শিক্ষা গ্রহণ করতে হবে বলেও মত প্রকাশ করেন। এরপর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তৃব্য রাখেন রয়্যাল ইংলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ ফাতিমা বেগম। স্বামী বিবেকানন্দ কেন্দ্রীয় গ্রন্থাগারের উদ্যোগে ভবিষ্যতেও শিশুদের জন্য এই ধরনের অনুষ্ঠানের আয়োজন  করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরালিগুলের দীনদয়াল মডেল কলেজে জাতীয় যুব দিবস উদযাপন

এছাড়া এখন থেকে রবিবারেও চিলড্রেন কর্নার ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে খুলে রাখার ব্যবস্থা নেওয়া হবে। চিলড্রেন কর্নারের উদ্যোগে আয়োজিত হওয়া বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় শিশুরা  সমাজে ইতিবাচক অবদান রাখার সুযোগ পাবে।  পিডিইউএএম এরালিগুলের গ্রন্থাগারিক অমিত কুমার দেবের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Spread the News
error: Content is protected !!