দু’দিন ব্যাপী অনুষ্ঠানে রাধামাধব কলেজে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন
শারীরিক ও মানসিক বিকাশে খেলাধূলার গুরুত্ব অনস্বীকার্য : অরুন্ধতী দত্ত চৌধুরী
বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে ও রাজ্যের উচ্চ শিক্ষা বিভাগের নির্দ্দেশ মর্মে দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে সঙ্গতি রেখে শুক্র ও শনিবার শিলচর রাধামাধব কলেজেও খেলাধূলা ও অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ এর ১২১ তম জন্মজয়ন্তী ‘জাতীয় ক্রীড়া দিবস’ উদযাপন করা হয়। শুক্রবার সকালে কলেজ প্রাঙ্গণে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী। জাতীয় ক্রীড়া দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী ও রাধামাধব কলেজ গেমস এন্ড স্পোর্টস সেলের আহ্বায়ক অধ্যাপক ড. কালীপদ দাশ। পরে কলেজ পড়ুয়াদের মধ্যে আয়োজিত হয় ব্লাইন্ড হিট, দাবা, কেরম, টাগ অব ওয়ার, মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা।
এদিন ব্লাইন্ড হিটে ছেলেদের বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে করনজিৎ পাল, পিনাক দাম ও ইমরান হোসেন। ব্লাইন্ড হিটে মেয়েদের বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে প্রিয়াঙ্কা দাস, কাকলি সুত্রধর ও নউরিন আক্তার। এদিকে, ছেলেদের দাবায় প্রথম হয়েছে রনি দাস এবং দ্বিতীয় হয়েছে হরিধন চন্দ। দাবায় মেয়েদের বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে স্নেহা দত্ত ও মানসী পাল। কেরম প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে প্রথম হয়েছে হরিধন চন্দ ও দ্বিতীয় হয়েছে মহিব উদ্দিন লস্কর। একই ইভেন্টে মেয়েদের বিভাগে প্রথম স্থান অর্জন করেছে আনন্দিতা সিনহা ও দ্বিতীয় হয়েছে মার্জিয়া বেগম চৌধুরী। অনুরূপ ভাবে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে তনুজা নউসিন মজুমদার, লক্ষ্মী সুত্রধর ও কাকলি সুত্রধর।

শনিবার দ্বিতীয় দিনে ছাত্র ছাত্রীদের মধ্যে আয়োজিত হয় বিতর্ক প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে রোহিনী গোস্বামী, শিবাঞ্জলি ময়রা ও প্রিয়া শুক্লবৈদ্য। এদিন বিতর্ক প্রতিযোগিতায় স্পীকার হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. কালীপদ দাশ এবং বিচারক হিসাবে ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী, ড. সন্তোষ বরা ও ড. অরুণাভ ভট্টাচার্য। পরে দুদিবসীয় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।
এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী সন্তোষ প্রকাশ করে বলেন যে কলেজ পড়ুয়াদের মধ্যে প্রতিভার কোন অভাব নেই এবং এই ধরনের বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ছাত্র ছাত্রীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভার বিকাশ ঘটবে। শারিরীক ও মানসিক বিকাশে খেলাধূলার গুরুত্ব অনস্বীকার্য বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, রাধামাধব কলেজ গেমস অ্যান্ড স্পোর্টস সেলের আহ্বায়ক অধ্যাপক ড. কালীপদ দাশ জাতীয় ক্রীড়া দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, “আজকের দিনটি আমরা উদ্যাপন করছি হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে, যিনি তাঁর অসামান্য দক্ষতা দিয়ে ভারতীয় হকিকে বিশ্ব দরবারে স্বগৌরবে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি বলেন খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয় বরং শৃঙ্খলা, ঐক্য এবং অধ্যবসায়ের জীবনদর্শন এবং এটি স্বাস্থ্যকর জীবনধারার জন্য অপরিহার্য পদক্ষেপ। জাতীয় ক্রীড়া দিবস পালনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়ানো সম্ভব বলে মত ব্যক্ত করেন তিনি। এদিন ‘যোগা এজ এ মন্ত্র টু ফিজিক্যাল ফিটনেস’ শীর্ষক বিষয়ের উপর আলোকপাত করতে গিয়ে অধ্যাপক বৈশালী চক্রবর্তী শরীরকে রোগমুক্ত রাখতে নিয়মিত যোগাভ্যাস করার আহ্বান জানান।
উল্লেখ্য, দুদিবসীয় অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর করে তুলতে সহযোগিতায় ছিলেন ড. সূর্য্যসেন দেব, ড. নবনিতা দেবনাথ, ড. স্বর্ণালী রায় চৌধুরী, ড. এম সানি সিংহ, ড. রূপম রায়, ডঃ আশীষতরু রায়, ড. সি এইচ মণিকুমার সিংহ, শবনম সারংশা, রত্নদীপ পালিত, মুক্তার হোসেন বড়ভূইয়া সহ অশিক্ষক কর্মচারী যথাক্রমে পূর্ণেন্দু দাস, সুরজিৎ রায়, পিটার নোয়া রংমাই, গৌরী শঙ্কর ধর, অরূপ পাল, কেলহৌক্রি রুৎসা, সাজেদুল আলম বড়ভূঁইয়া, কমলেশ দাশ, উজ্জ্বল কর্মকার, সন্দীপ নাথ, শিবেন্দ্র দাস প্রমুখ। দুদিবসীয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী, অধ্যাপক ড. রুমা নাথ চৌধুরী, সুমিতা বসু, নম্রতা নাথ, সুরভি ঘোষ, বৈশালী চক্রবর্তী, দেবমিতা রায়, ত্রয়ী ভট্টাচার্য, পৌমিতা রায়, রূপশ্রী নাথ, শ্রেয়শী চক্রবর্তী, জুই নাথ, সোনালি চন্দ, দেবজানি দেব, মৌসমী দে প্রমুখ।