জাতীয় স্তরের থাংতা মার্শাল আর্ট প্রতিযোগিতায় পদক জয়ীদের সংবর্ধনা সোনাইয়ে

বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : ৩১তম সাব জুনিয়র ও সিনিয়র ন্যাশনাল থাংতা মার্শাল আর্ট প্রতিযোগিতায় দু’টি স্বর্ণপদক ও একটি রৌপ পদক নিয়ে ঘরে ফেরলো সোনাই থাংতা মার্শাল আর্ট ও কালচারেল অ্যাসোসিয়েশনের তিন খেলোয়াড়। গত ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত তিনদিনব্যাপী জাতীয় স্তরের খেলা ৩১তম সাব জুনিয়র ও সিনিয়র ন্যাশনাল থাংতা মার্শাল আর্ট প্রতিযোগিতার আসর বসে গোয়ার মাদগাঁওয়ে। এতে সারা অসম থেকে অংশগ্রহণ করেন ৪১ জন খেলোয়াড়। এর মধ্যে ৯টি গোল্ড, ৯টি রৌপ ও ১১টি ব্রোঞ্জ পদক অর্জন করে। সোনাই থাংতা মার্শাল আর্ট ও কালচারেল অ্যাসোসিয়েশনের তিন খেলোয়াড় প্রেমাসখী ওয়াংখাইরাপম (স্বর্ণ পদক), এইচ তমথীন সিংহা (স্বর্ণ পদক) ও উর্ষিতা সিংহ (রৌপ পদক) নিয়ে ঘরে ফিরলেন।

বৃহস্পতিবার সোনাই পৌঁছতেই উষ্ণ সংবর্ধনার জোয়ারে ভাসলেন তিন খেলোয়াড়। কাছাড় ও সোনাই থাংতা মার্শাল আর্ট ও কালচারেল অ্যাসোসিয়েশনের সভাপতি কে এইচ বৌদ্ধচন্দ্র সিংহ, সোনাই ওয়ার্ড কমিশনার দিপুকুমার দাস, অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহন সিং, অবসরপ্রাপ্ত শিক্ষক এইচ নিরেন সিংহ এবং ও নিলু সিংহ প্রত্যেকেই তাদেরকে উত্তরী ও ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি আগামী দিনেও স্বর্ণপদক জিতে নিয়ে আসবে এলাকার খেলোয়াররা এই আশা ব্যক্ত করেন।

Spread the News
error: Content is protected !!