পাথারকান্দি ফুটবলে সেমিতে নালিবাড়ি
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : পাথারকান্দি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল নালিবাড়ি একাদশ। সুখময় সিংহ ও কৃষ্ণমোহন সিনহা মেমোরিয়াল প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে মঙ্গলবার টাইব্রেকারে জয়ী হয়ে সেমিফাইনালের প্রথম দল হিসেবে স্থান করে নিল নালিবাড়ি একাদশ। মুণ্ডমালা খেলার মাঠে তারা হারায় তরুণ সংঘকে। ম্যাচের নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র ছিল। খেলার প্রথমার্ধের ১০ মিনিটে বিশুর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে নালিবাড়ি দল। ১৯ মিনিটে পারভেজের গোলে নালিবাড়ি সমতায় ফেরে।
খেলার দ্বিতীয়ার্ধ্বের ৯ মিনিটে তরুণ সংঘের ফখরুল করেন। এতে ২-১ গোলে এগিয়ে যায় তরুণ সংঘ। কিন্তু শেষ মুহূর্তে বিশুই দলকে সমতায় ফেরান। এরপর টাইব্রেকারে জয়লাভ করে নালিবাড়ি। এদিন ম্যাচ পরিচালনা করেন সৌমিত্র দাস, আলি হোসেন, মনোতোষ সিনহা ও সেবক সিনহা। বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মাগুরা এফসির বিরুদ্ধে খেলবে দুর্লভছড়া একাদশ।