শুক্রবার ঘটবে নাহিদ ইসলামের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

২৭ ফেব্রুয়ারি : শুক্রবারই আত্মপ্রকাশ করতে চলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল। তার আগে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়েছেন নাহিদ ইসলাম। দায়িত্ব নেওয়ার ৬ মাসের মধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়েছেন তিনি। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে নতুন দলের নাম ঘোষণা হওয়ার কথা। সেই দলের আহ্বায়কের দায়িত্ব নিতে চলেছেন তিনি।

গত বছরের জুলাই মাসে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবি আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ। সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন নাহিদ। হাসিনা হঠাও অভিযানে প্রথম সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এই আন্দোলনে তাঁর পাশে ছিলেন বাংলাদেশের বহু সাধারণ মানুষ। যার জেরে ৫ অগস্ট প্রধানমন্ত্রীর পদ এবং শেষে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে নাহিদকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছিল। এছাড়াও নাহিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বও পেয়েছিলেন।

শুক্রবার ঘটবে নাহিদ ইসলামের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
Spread the News
error: Content is protected !!