নগাঁও কেন্দ্রীয় কারাগারে মাদক ব্যবসা, গ্রেফতার দুই ওয়ার্ডেন, বরখাস্ত অধীক্ষক
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : নগাঁও কেন্দ্রীয় কারাগারের মধ্যে অবৈধ মাদক বিক্রির ঘটনাটি এখন চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। নগাঁও কেন্দ্রীয় কারাগারের ভেতরে নিষিদ্ধ মাদক ও গাঁজা সরবরাহের মাধ্যমে এক রমরমা ব্যবসা চলছিল বলে অভিযোগ উঠেছে। শনিবার নগাঁও পুলিশ কারাগারের দুইজন ওয়ার্ডেন উপেন হাজরিকা ও বিরাজ পটংগিয়াকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি সাময়িক বরখাস্ত করা হয়েছে কারাগারের অধীক্ষক মুকুল ভূঁইয়াকে।
উল্লেখ্য, শুক্রবার নগাঁও জেলা কমিশনার দেবাশিস শর্মা এবং সিনিয়র পুলিশ সুপার স্বপ্ননীল ডেকার সহকারে আকস্মিকভাবে নগাঁও কেন্দ্রীয় কারাগারে পরিদর্শন করেন, যেখানে মাদক ব্যবসার বিষয়টি প্রকাশ পায়। এই ঘটনার পর কারাগারের অধীক্ষক মুকুল ভূঁইয়ার নাম উঠে আসে, যিনি অবৈধ মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত।
পরিদর্শনের পরপরই নগাঁও পুলিশ তদন্ত শুরু করে এবং নগাঁও সদর থানায় ৬৯৭/২৫ নম্বরের একটি মামলা দায়ের করে। অভিযুক্ত দুই ওয়ার্ডেনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে আরও তথ্য সংগ্রহের জন্য জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে কারাগারের কিছু কর্মচারী এবং কয়েকজন বন্দি মাদক ব্যবসায় জড়িত ছিল এবং তারা কারাবন্দিদের মধ্যে মাদক সরবরাহ করত। এর বিনিময়ে তারা অর্থ আদায় করত এবং কিছু বন্দি বিলাসী জীবনযাপন করত। অন্যদিকে, জেলা কমিশনার পরিদর্শন শেষে কারাগার মহাপরিদর্শক এবং গৃহ বিভাগকে বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য পত্র পাঠিয়েছেন। শনিবার, যোরহাট চক্রের উপ মহাপরিদর্শক অজিত দলেই নগাঁও কেন্দ্রীয় কারাগারে এসে পরিস্থিতির তদন্ত শুরু করেন।
উপ মহাপরিদর্শক সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে রাজি না হলেও, তিনি কারাগারের অধীক্ষক মুকুল ভূইয়াকে সাময়িক বরখাস্ত করেছেন। অভিযোগ রয়েছে যে মুকুল ভূইয়ার ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলছিল।