অসমের প্রতিবাদস্থলে দাদাগিরি করতে এসে তাড়া খেল নগাল্যান্ড পুলিশ
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : অসমের প্রতিবাদস্থলে দাদাগিরি করতে এসে শেষমেশ তাড়া খেল নগাল্যান্ড পুলিশ। অসম ভূখণ্ডে নাগা পুলিশের টহল প্রত্যক্ষ করে প্রতিবাদস্থলে জড়ো হওয়া মানুষ উত্তেজিত হয়ে ওঠে। ‘নাগাল্যান্ড পুলিশ গো ব্যাক’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মেরাপানির ভেলোগুড়ি।
উল্লেখ্য, নাগা-অধিকৃত অসমভূমিতে নাগারা পাম অয়েলের চাষ শুরু করায় টানা দ্বিতীয় দিনেও মেরাপানিতে উত্তাল বিক্ষোভ চলছে। মেরাপানির ভেলোগুড়ির বিতর্কিত সিড ফার্মে সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করে নাগাল্যান্ডের কৃষি দপ্তর পাম অয়েল চাষ করায় ক্ষোভে ফেটে পড়েছে মেরাপানির মানুষ।

বৃহস্পতিবার স্থানীয় মানুষ ও কয়েকটি জাতীয় সংগঠন সিড ফার্মের নিকটে অবস্থান নিয়ে নাগাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা আয়োজন করে। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছেন যে, সিড ফার্ম থেকে পাম অয়েলের চারা উপড়ে ফেলা না হওয়া পর্যন্ত নাগাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। উল্লেখযোগ্য যে, নাগা-অধিকৃত ওই সিড ফার্মে রোপণের উদ্দেশ্যে নাগাল্যান্ড কৃষি দপ্তর ইতিমধ্যেই হাজার হাজার পাম অয়েলের চারা মজুত করে রেখেছে।