পালংঘাট ফুটবলে জয়ী নাগাখাল (এ) দল।

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : পালংঘাট গ্রামীন ফুটবল টুর্নামেন্টে টাই ব্রেকারে জয়ী নাগাখাল (এ) দল। সোমবার পালংঘাট সিসিজেসি স্কুল খেলার মাঠে মুন লাইট ক্লাব পালংঘাট ও ইউটোপিয়া এনজিও কাবুগঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত পীযূষচন্দ্র দাস স্মৃতি গ্রামীণ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভাগাবাজার রাজঘাট দল বনাম নাগাখাল(এ) দল। টানটান উত্তেজনা পূর্ণ এই ম্যাচ ছিল গোল শূন্য। খেলার শেষ পর্যন্ত দুটি দল গোলের প্রচেষ্টা করলেও কোনো দলই গোল করতে সক্ষম হয় নি। অবশেষে টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী হয় নাগাখাল। এদিন খেলা পরিচালনা করেন রেফারি শঙ্কর ভট্টাচার্য, সহকারী রেফারি টিটু লস্কর ও জাফর বড়ভুইয়া। চতুর্থ রেফারি ছিলেন নিজাম উদ্দিন।
এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের বর্ষীয়ান জেলা স্থরের খেলোয়াড় নেবার খাশিয়া। তাঁর হাতে ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি তুলে দেন আয়োজক কমিটির সভাপতি জসিম উদ্দিন সহ অন্যান্যরা।

দুর্গোৎসবের জন্য আগামীকাল থেকে মাঠে খেলা হবে না। আগামী ১৫ অক্টোবর দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সুন্দরী (এ) দল বনাম লায়লাপুর দল।