স্কুল ছাত্রদের নিয়ে ন’দিনের আসাম রাইফেলসের সদ্ভাবনা সফর সম্পন্ন
বরাক তরঙ্গ, ২০ মার্চ : অসম ও মণিপুর রাজ্যের প্রত্যন্ত এলাকার স্কুল ছাত্রদের সদ্ভাবনা প্রকল্পের অধীনে নয় দিনের জাতীয় সংহতি সফর সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১২ মার্চ থেকে শুরু হওয়া এই সংহতি সফর শ্রীকোণা আাসাম রাইফেলস সদর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।
সংহতি সফরে অংশ নেওয়া ২৮ জন ছাত্রছাত্রী সহ তাদের সফরসঙ্গী শিক্ষকরা নিজেদের অভিজ্ঞতার কথা সমাপ্তি শিবিরে ব্যক্ত করেন। সংহতি সফরে অংশ নেওয়া ছাত্রছাত্রীরা শিলং, গুয়াহাটি ও তেজপুরের বিভিন্ন ঐতিহাসিক, সাংস্কৃতিক স্থল সহ মিউজিয়াম, প্লেনেটরিয়াম, চিড়িয়াখানা ইত্যাদি ঘুরে দেখেছে।