৩০ মার্চ বঙ্গভবনে নাদ বৃন্দা সাংস্কৃতিক সংস্থার সঙ্গীতানুষ্ঠান
বরাক তরঙ্গ, ১৭ মার্চ : প্রতি বছরের ন্যায় এবছরও নাদ বৃন্দা সাংস্কৃতিক সংস্থার ব্যবস্থাপনায় আগামী ৩০ মার্চ বঙ্গভবনে সন্ধ্যা পাঁচটা থেকে আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পী আনোল চ্যাটার্জি, প্রশান্ত দে রায়, অর্পণ ভট্টাচার্যদের উপস্থিতিতে এক ইন্ডিয়ান ক্লাসিকাল মিউজিক অনুষ্ঠিত হবে। সোমবার সাংবাদিক সম্মেলনে জানান সংস্থার কার্যকারী সভাপতি বাসুদেব ভট্টাচার্য। সঙ্গীতপ্রেমী শ্রোতাদের ৩০ মার্চ রবিবার সন্ধ্যা ৭ টায় শিলচর বঙ্গভবনে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য অনুরোধ জানান তিনি। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত সাধারণ সম্পাদক প্রসেনজিৎ চৌধুরী, উপসভাপতি প্রশান্ত কিশোর দাস ও সমর বিজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক অনুপম মণ্ডল, কোষাধ্যক্ষ সোমনাথ গুপ্ত, সমজ্জুল ভট্টাচার্য প্রমুখ।
