সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি

১১ ফেব্রুয়ারি : আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই’ বিখ্যাত এই গানের স্রষ্টা গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় গুরুতর শারীরিক জটিলতায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে আছেন।

জানা যায়, গত সপ্তাহ দুয়েক ধরেই এ সঙ্গীতশিল্পী এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অন্ত্রের অপারেশনের পর হার্ট অ্যাটাক হয় তার। দ্রুতই হয় শারীরিক অবস্থার অবনতি। তাছাড়া অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের ফলে পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে।

সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি
সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি
Spread the News
error: Content is protected !!