রাফাল যুদ্ধবিমানে প্রথম রাষ্ট্রপতি হিসেবে উঠলেন মুর্মু
২৯ অক্টোবর : প্রথমবার রাফাল যুদ্ধবিমানে উঠলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতিদের মধ্যে দ্রৌপদীই প্রথম যিনি রাফালে চড়লেন। বুধবার হরিয়ানার অম্বালায় বায়ুসেনার ঘাঁটিতে সামরিক পোশাক পরে তাঁকে রাফাল যুদ্ধবিমানে (Rafale fighter jet) উঠতে দেখা যায়। সামরিক পোশাক এবং চোখে সানগ্লাস পরে রাফালের পাইলটের সঙ্গে ছবিও তোলেন দ্রৌপদী। বেলা ১১টা ২৭ মিনিটে তিনি রাফালে চড়ে রওনা হন।
উল্লেখ্য, পদাধিকারের ভিত্তিতে ভারতের রাষ্ট্রপতি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। ২০২৩ সালের এপ্রিল মাসে অসমের তেজপুরের বায়ুসেনা ঘাঁটি থেকে সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানে উঠেছিলেন দ্রৌপদী। বিশ্বের প্রথম সারির উন্নত যুদ্ধবিমানগুলির মধ্যে রাফালের খ্যাতি রয়েছে। এটি ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন সংস্থা তৈরি করে। অপারেশন সিঁদুরের সময় এই যুদ্ধবিমান ব্যপক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ফ্রান্সের কাছ থেকে ২০১৬ সালে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিল ভারত। আবার ৬৩ হাজার কোটি টাকার বিনিময়ে আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত।

