জেল বন্দী পিকেটারদের মুক্তির দাবি এমএসএসের

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : ঐতিহ্যবাহী করিমগঞ্জ জেলার নাম পরিবৰ্তন প্ৰতিরোধ নাগরিক কমিটির আহুত গত ৬ সেপ্টেম্বরের করিমগঞ্জ জেলার সাধারণ ধর্মঘটকে সফল করতে যেসব পিকেটাররা অংশ গ্রহণ করে তাদের মধ্যে দু’জন ছাত্রী, দু’জন ছোট শিশুর মাতা এবং দুটি মেয়ে সহ মোট ৬ জনকে প্রথমে আটক করে পরবর্তীতে জেলহাজতে পুরে দিয়ে এখন পর্যন্ত বন্দী করে রাখা হয়েছে। এই ঘটনার বিরুদ্ধে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের আসাম রাজ্য কমিটির সম্পাদক বৰ্ণালী শৰ্মা এক প্রেস বার্তায় বলেন, যে ধর্মঘটের দিন মহিলা পিকেটিংকারীদের উপর বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতিকারীরা আক্ৰমণ ও মারপিট করে অশান্তি সৃষ্টির চেষ্টা করে। পুলিশ দুষ্কৃতিকারীদের বাধা না দিয়ে নীরব দৰ্শক হয়ে থাকায় তাদের আক্ৰমণ থেকে মহিলা পিকেটিংকারীরাও রেহাই পায়নি। দুষ্কৃতিকারীদের তীব্র আক্রমণের শিকার হয়ে আত্মরক্ষার্থে তারা প্ৰতিরোধ গড়ে তুলে। পুলিশ দুষ্কৃতিকারীদের আটক না করে মহিলা পিকেটিংকারীদের আটক করে এবং পরবর্তীতে তাদের জেলহাজতে পাঠিয়ে দেয়। সরকারের এই কাজ চূড়ান্ত অন্যায়, অগণতান্ত্ৰিক ও স্বৈরাচারী। গণতান্ত্ৰিক দেশে সরকারের কোনও সিদ্ধান্তে একমত হতে না পারলে গণতান্ত্ৰিক আন্দোলনের মাধ্যমে এর বিরোধিতা করা নাগরিকদের মৌলিক অধিকার।

সংগঠনের পক্ষ এও বলা হয় যে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া ৬ জন মহিলাকে বন্দী করে রাখা চরম অন্যায় ও অগণতান্ত্ৰিক। জেল বন্দী মহিলাদের অবিলম্বে মুক্তি ও সরকারের এই ধরনের স্বেচ্ছাচারী, ফ্যাসীবাদী দৃষ্টিভঙ্গী ও ভূমিকার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয় অন্যথায় রাজ্যজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Spread the News
error: Content is protected !!