কা‌জির মাধ্যমে মুস‌লিম বিবাহ নিবন্ধন প্রক্রিয়া চালু রাখার দা‌বি‌তে মুখ‌্যমন্ত্রী‌র সকাশে এমএসএ‌ফ

বরাক তরঙ্গ, ১৮ মার্চ : কা‌জির মাধ্যমে মুস‌লিম বিবাহ নিবন্ধন প্রক্রিয়া চালু রাখার দা‌বি‌তে মুখ‌্যমন্ত্রী‌কে স্মারকপত্র প্রদান করল ইসলা‌মিক ছাত্র সংস্থা মাই‌নো‌রি‌টি স্টু‌ডেন্টস ফেডা‌রেশন। লোকসভা নির্বাচন‌কে সাম‌নে রে‌খে সোমবার মুখ্যমন্ত্রী ক‌রিমগ‌ঞ্জে অবস্থানকা‌লে তা‌কে কা‌ছে পে‌য়ে এমএসএ‌ফের প‌ক্ষে বরাকভ‌্যা‌লি জো‌নের ইনচার্জ  বদরুল হকের নেতৃত্বে এক প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্রটি তো‌লে দেন। এ‌তে ম‌ুখ‌্যমন্ত্রী বিষয়‌টি নির্বাচ‌নের প‌রে বি‌বেচনা ক‌রে দেখ‌বেন ব‌লে এমএসএফ কর্মকর্তা‌দের আশ্বস্ত ক‌রেন।

মুখ‌্যমন্ত্রীর এ‌হেন আশ্বাসে খু‌শি ব‌্যক্ত ক‌রে‌ছেন এমএসএফ কর্মী সমর্থকরা। এ‌তে সংস্থার প‌ক্ষে অন‌্যান‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন  কাইজার হোসেন, জাহাঙ্গীর আলম, মেহবুব আলম, জয়নাল উদ্দিন, কাবিল আহমদ, আফতার হোসেন প্রমুখ।

কা‌জির মাধ্যমে মুস‌লিম বিবাহ নিবন্ধন প্রক্রিয়া চালু রাখার দা‌বি‌তে মুখ‌্যমন্ত্রী‌র সকাশে এমএসএ‌ফ

Author

Spread the News