সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে সংবর্ধনা বড়খলার তিন মণ্ডল বিজেপির
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ জুন : শিলচর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে সংবর্ধনা দিল বড়খলার তিন মণ্ডল বিজেপি। রবিবার চাতলা, তাপাং ও বড়খলা মণ্ডল বিজেপি পৃথক পৃথক ভাবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সাংসদ পরিমল শুক্লবৈদ্য তিন মণ্ডলের সব কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিন তিনি প্রথমে চাতলা মণ্ডলের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এরপর তাপাং ও বড়খলা মণ্ডল বিজেপির অনুষ্ঠানে উপস্থিত হন। প্রতিটি অনুষ্ঠানে কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, সহসভাপতি অমিতাভ রায়, গোপাল রায়, তাপাং মণ্ডলের বিজেপির সভাপতি অরবিন্দু দত্ত, চাতলা মণ্ডলের সভাপতি প্রদীপ দাস, বড়খলা মণ্ডলের সভাপতি পিনাককান্তি দাস সহ অন্যান্য মণ্ডল পর্যায়ের বরিষ্ট কর্মকর্তা, শক্তিকেন্দ্র প্রমুখ, বুথ সভাপতি প্রমুখ উপস্থিত ছিলেন।