মহিলা কংগ্রেসের সহ-সভানেত্রীর মৃত্যুতে শোকসভা সংগঠনের
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ ডিয়েম্বর : শিলচর মহিলা কংগ্রেসের সহ-সভানেত্রী তথা বিশিষ্ট সমাজসেবী স্বপ্নারা বেগমের মৃত্যুতে এক শোকসভার আয়োজন করে সংগঠন। শনিবার শিলচর দলীয় কার্যালয়ে আয়োজিত শোকসভায় বক্তব্য রাখতে গিয়ে অনেকেই তাঁর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। মহিলা কংগ্রেসের তরফে এদিন তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করার পাশাপাশি এক মিনিট নীরবতা পালন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। কর্মীরা জানান, তাঁর মৃত্যুতে মহিলা কংগ্রেস এক দক্ষ সৈনিককে হারিয়েছে। মহিলা কংগ্রেসের যে ক্ষতি হয়েছে তা কখনও পূরণ করা সম্ভব হবে না। কর্মজীবনে স্বপ্নারা বেগম নিঃস্বার্থভাবে দলের কাজ করে গেছেন। এছাড়াও সমাজ সেবার ক্ষেত্রেও নজির রেখে গেছেন তিনি। দলের একনিষ্ঠ কর্মী ছাড়াও সকলের পাশে থেকে সর্বদা সহায়তা করে গেছেন প্রয়াত স্বপ্নারা বেগম। তাঁর মতো একজন সমাজসেবী ও দলের দক্ষ সৈনিককে হারিয়ে মর্মাহত দলের কর্মকর্তারা। সব সময় হাসিমুখ রেখে উদার মানসিকতার সঙ্গে সমাজ সহ দলের সকল কাজ করে গেছেন স্বপ্নারা বেগম।
সভায় পৌরোহিত্য করেন শিলচর মহিলা কংগ্রেসের সভাপতি বন্দিতা ত্রিদেবী। উল্লেখ্য, রবিবার রাত রাত ১০টা নাগাদ হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন এবং রাত ২টায় শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন স্বপ্নারা বেগম। বয়স হয়েছিল ৫১ বছর।