মাতৃভূমি ফুটবল অ্যাকাডেমির কিশোরীদের প্রশিক্ষণ সম্পন্ন

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৫ জুলাই : ধলাইয়ের অগ্রণী বেসরকারি ও সামাজিক সংগঠন মাতৃভূমি-র উদ্যোগে গঠিত মাতৃভূমি ফুটবল অ্য়াকাডেমির প্রথম পর্যায়ের কুড়ি দিনের অনূর্ধ্ব-১৮ মেয়েদের প্রশিক্ষণ শিবির  সম্পন্ন হল। মঙ্গলবার প্রশিক্ষণের অন্তিম দিন মাঠে আয়োজিত হয় সংক্ষিপ্ত সমাপ্তি অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাই মাধবচন্দ্র দাস কলেজের উপাধ্যক্ষ আব্দুল মতিন চৌধুরী, প্রাক্তন ডিএসও বদর উদ্দিন মুজমদার এবং ধলাই বিএনপি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী।

সভায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক আব্দুল মতিন বলেন, “মাতৃভূমি একটি সমাজসচেতন সংস্থা। তারা নিয়মিত সমাজের হিতার্থে কাজ করে যাচ্ছে। বিশেষ করে যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে গড়ে তোলার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।” সংস্থার সভাপতি শিতাংশু দাসের নেতৃত্বে সংগঠনটি ইতিমধ্যেই এলাকায় বিভিন্ন সামাজিক এবং ক্রীড়া কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন সংস্থার সদস্যরা ও উপস্থিত অতিথিরা। বক্তব্য রাখেন অন্যান্য অতিথিরাও এবং সকলেই প্রশংসা করেন মাতৃভূমি সামাজিক সংস্থার কার্যকলাপ ও ভবিষ্যৎ পরিকল্পনার। তারা এক কণ্ঠে বলেন, “মাতৃভূমি কেবল একটি সংগঠন নয়, এটি একটি সামাজিক দায়িত্ব পালনের মঞ্চ, যেখানে ভবিষ্যতের প্রতিভা গড়ে তোলা হচ্ছে।” উল্লেখ্য, গত ২৫ জুন থেকে শুরু হয় প্রশিক্ষণ শিবির।

Spread the News
error: Content is protected !!