মা দুর্গার বিদায়ে সিঁদুর খেলায় মহিলাদের সঙ্গে একাত্ম সম্পা চৌধুরী
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : বিজয়া দশমীর সকালে মা দুর্গাকে অঞ্জলি দিয়ে পূজার শেষ আচার-অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরই শুরু হয় মহিলাদের এক বিশেষ আচার সিঁদুর খেলা। পাথারকান্দি ও লোয়াইরপোয়া ব্লকের আওতাধীন সমগ্র অঞ্চলের দুর্গাপূজা মণ্ডপে দেখা গেল সেই ঐতিহ্যবাহী দৃশ্য।
শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের তালে, হাতে লাল সিঁদুর তুলে প্রথমে দেবীর কপালে সিঁদুর পরিয়ে দেন বিবাহিতা নারীরা। মা দুর্গার সঙ্গে যেন সমস্ত গৃহস্থ সংসারের মঙ্গল কামনায় একাকার হয়ে যায় তাঁদের প্রার্থনা।
এরপরই শুরু হয় ভ্রাতৃত্ব ও সহমর্মিতার প্রতীকী খেলা— নারীরা একে অপরের কপাল, গাল, হাত ভরে সিঁদুরে রাঙিয়ে দেন। চারিদিক যেন রাঙা লাল হয়ে ওঠে আনন্দ আর উল্লাসে। হাসি-খুশি, শুভেচ্ছা বিনিময়ে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপ।
সিঁদুর খেলা শুধু এক আনন্দঘন আচার নয়, এর মধ্যে লুকিয়ে রয়েছে গভীর মঙ্গল বার্তা। বিশ্বাস করা হয়, মা দুর্গার বিদায়ের মুহূর্তে তাঁকে সিঁদুর পরিয়ে দিয়ে নারীরা সংসারে সমৃদ্ধি, দীর্ঘ দাম্পত্য জীবন ও পরিবারে শান্তি-সুখ কামনা করেন। একইসঙ্গে, ভ্রাতৃত্ব ও নারী সংহতির এক অনন্য দৃষ্টান্ত তৈরি হয় এই রঙের খেলায়।
লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির সভানেত্রী সম্পা চৌধুরী সোনালী বিজয়ার দিনে এক ভিন্ন আবহ সৃষ্টি করলেন। তিনি শুধু পূজা মণ্ডপে উপস্থিত থাকেননি, বরং মহিলাদের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নিয়ে আনন্দ ভাগ করে নেন। দেবী বিদায়ের এই আবেগঘন মুহূর্তে তিনি সকলের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করে পরিবার ও সমাজের সুখ-শান্তি কামনা করেন। তাঁর এই আন্তরিকতা স্থানীয়দের কাছে এক বিশেষ তাৎপর্য বহন করে—নেত্রী হয়েও তিনি সাধারণ মানুষের আনন্দ-উৎসবে মিশে যাওয়ার যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
পাথারকান্দির দক্ষিণ সর্বজনীন দুর্গা পূজা কমিটি, মধ্যবাজার সর্বজনীন দুর্গা পূজা কমিটি সহ বিভিন্ন পুজোমণ্ডপে এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ভিড় ছিল উপচে পড়া। সিঁদুর খেলার সঙ্গে সঙ্গে চলে ঢাকের তালে নাচ, কোলাহল, আনন্দোৎসব। নারীদের পাশাপাশি শিশু ও পুরুষ ভক্তরাও সেদৃশ্য উপভোগ করতে ভিড় জমান।
শেষ পর্যন্ত প্রতিমা নিরঞ্জনের আগে এই সিঁদুর খেলা যেন হয়ে উঠল উৎসবের রঙিন বিদায়ী অধ্যায়। মায়ের কপালে সিঁদুর পরিয়ে নারী ভক্তরা প্রার্থনা করলেন— আগামী বছর আবার নতুন উদ্দীপনায় ফিরে আসুন মা দুর্গা।
বিজয়ার দিনের এই সিঁদুর খেলার রাঙা আবহ শুধু নারীদের কপালেই নয়, পাথারকান্দির প্রতিটি পূজামণ্ডপে ছড়িয়ে দিল আনন্দ, ঐক্য আর শুভ বিজয়ার মঙ্গল বার্তা।