ছেলের মৃত্যুর শোকে অ্যাম্বুলেন্সেই মারা গেলেন মা
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : হৃদয়বিদারক ঘটনা। ছেলের মৃত্যুর শোকে অ্যাম্বুলেন্সেই মারা গেলেন মা। ধেমাজির সিসিবরগাঁওয়ের নিলখ অঞ্চলের সঞ্জীব বরা (২২) আহমেদাবাদ থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে বিহারে মারা যান।
বিহার থেকে অ্যাম্বুলেন্সে করে ছেলের মৃতদেহ আনার সময় ছেলের শোকে মৃত্যু ঘটে মা সুমি বরার। এ খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।