রেমাল : শিলচর শহরের অধিকাংশ এলাকা জমাজলের তলায়
বরাক তরঙ্গ, ২৮ মে : ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরাক উপত্যকায় চলছে ভারী বৃষ্টিপাত। সোমবার দিনরাত ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহরের অধিকাংশ এলাকা জমাজলের তলায়। চিরাচরিত নিয়মেই নিচু এলাকায় অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সোনাই রোড, ইন্দিরা সরণী, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, লিঙ্ক রোড, কাঁঠাল পয়েন্ট সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত। কোথাও হাঁটু জলও রয়েছে।
প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের। মুলত জমাজলই এই সমস্যা প্রতিবারই সৃষ্টি করে। নালা বা খাল দ্রুত জল টানতে না পারায় এসব অঞ্চলের নাগরিকরা প্রতিবারই এই সমস্যার মোকাবিলা করতে হয়।